Migrant Worker Death: গুজরাতে কাজ করতে গিয়ে 'গণপিটুনি', বাংলার ২ পরিযায়ী শ্রমিকের মৃত্যু
ABP Ananda Live: গুজরাতে (Gujarat) কাজ করতে গিয়ে 'গণপিটুনি', বাংলার (West Bengal) ২ পরিযায়ী শ্রমিকের মৃত্যু। রাজকোটে গয়নার দোকানে কাজ করতে গিয়ে কালনার ২ শ্রমিকের মৃত্যু। ৪ মাসের বকেয়া মাইনে চাওয়ায় পিটিয়ে খুনের অভিযোগ পরিবারের। কালনার কৃষ্ণদেবপুরের রাহুল শেখ, সুমন শেখকে পিটিয়ে খুনের অভিযোগ। বকেয়া বেতন চাওয়ায় চুরির অপবাদে গুদামে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ।