ISC Result 2023: আইএসসি-তে প্রথম ৫ স্থানাধিকারীর মধ্যে বাংলার ২ পড়ুয়া

Continues below advertisement

আইসিএসই, আইএসসির ফলপ্রকাশ । আইসিএসইতে দেশে প্রথম স্থানাধিকারী ৯ জনের মধ্যে বাংলার সম্বিত মুখোপাধ্যায়। আইসিএসইতে দেশের মধ্যে প্রথম ৯ জনের মধ্যে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত। আইসিএসইতে দেশে দ্বিতীয় স্থানাধিকারীদের মধ্যে বাংলার ৫ জন। আইসিএসইতে দেশে দ্বিতীয় পার্ক স্ট্রিটের অ্যাসেম্বলি অফ গড চার্চের অনুরাগ নন্দী আইসিএসইতে দেশে দ্বিতীয় মালদার নর্থ পয়েন্ট ইংলিশ অ্যাকাডেমির তৃষা বিহানি। আইসিএসইতে দেশে দ্বিতীয় কলকাতার ডে পল স্কুলের শ্রেয়সী বিশ্বাস। আইসিএসইতে দেশে দ্বিতীয় জোকার বিবেকানন্দ মিশন স্কুলের সাবিক ইবন খান। আইসিএসইতে দেশে দ্বিতীয় কলকাতার গার্ডেন হাই স্কুলের আরণ্যক রায়। আইসিএসইতে দেশে দ্বিতীয় ক্যালকাটা গার্লস হাই স্কুলের ঐশী চক্রবর্তী। আইএসসিতে দেশে প্রথম স্থানাধিকারী ৫ জনের মধ্যে বাংলার ২ জন। আইএসসিতে দেশে প্রথম ভক্তিনগরের সেন্ট জোসেফ স্কুলের শুভম আগরওয়াল ও দ্য হেরিটেজ স্কুলের মান্য গুপ্ত।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram