Sare 7tay Saradin: অপহরণের পর ২ ছাত্র খুন, বাগুইআটি কাণ্ডে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী I Bangla News
Continues below advertisement
অপহরণের পর ২ ছাত্র খুন। বাগুইআটি কাণ্ডে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। কেন এমন ঘটনা ঘটল? পুলিশ এতদিন কী করছিল? নবান্নে প্রশাসনিক বৈঠকে প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর। তাঁর ক্ষোভ প্রকাশের পরেই গাফিলতির অভিযোগে সাসপেন্ড বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষ। পুলিশের হাত থেকে তদন্তভার গেল সিআইডি-র হাতে। কেন ন্যূনতম সমন্বয় নেই? একটা জেলার সঙ্গে একটা কমিশনারেট, তাঁদের যোগাযোগ থাকবে না! বাগুইআটি কাণ্ডে ডিজিকে প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর। ৭ দিনের মধ্যে সমন্বয় ফেরানোর নির্দেশ। বেআইনি কোনও কিছু সহ্য করব না। কড়া বার্তা মমতার।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Sare 7tay Saradin Baguiati Case