2000 rupee note: আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে ২০০০ টাকার নোট
Continues below advertisement
২০০০ টাকার নোট আর ছাপবে না সরকার, বদলাতে হবে ব্যাঙ্কে, দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা। এবার পড়ল সিলমোহর। ২০০০ টাকার নোট আর ছাপবে না রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। বাজারে যে ২০০০টাকার নোট আছে তা আপাতত বৈধ থাকবে। নতুন নিয়ম অনুসারে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে ২০০০ টাকার নোট। গ্রাহকরা ব্যাঙ্কে ২০০০টাকার নোট জমা দিয়ে পরিবর্তে অন্য নোট নিতে পারবেন। একলপ্তে ব্যাঙ্কে ২০,০০০টাকা পর্যন্ত ২০০০টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়া যাবে।
Continues below advertisement
Tags :
RBI Currency Banking India 2000 Rupees Rbi Rs2000currencyNote Breakingnews Rs2000 Rs2000currency