JUNews:২০১৯সালে যাদবপুর ক্য়াম্পাসে গিয়ে নিগৃহীত হতে হয়েছিল,তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে

ABP Ananda live: দুহাজার উনিশ সালের উনিশে সেপ্টেম্বর। যাদবপুর ক্য়াম্পাসে গিয়ে নিগৃহীত হতে হয়েছিল, তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি নেতা বাবুল সুপ্রিয়কে। চুল টানার পাশাপাশি, ছিঁড়ে দেওয়া হয়েছিল জামার বোতাম। প্রায় ছঘণ্টা ক্য়াম্পাসে আটকে ছিলেন তিনি। বাবুলকে উদ্ধার করতে গিয়ে ক্য়াম্পাসে দীর্ঘক্ষণ আটকে ছিলেন তদানীন্তন রাজ্য়পাল জগদীপ ধনকড়ও।

 

শনিবার যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে এই নজিরবিহীন পরিস্থিতির পর প্রশ্ন উঠছে, উপাচার্যর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে এমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল কীভাবে? দায় কার? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক SFI সমর্থক বলেছেন,  দায় নিতে হবে উপাচার্যকে। বিশ্ববিদ্যালয়ে ২টো ছাত্রের উপর গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এটা তো খুনের চেষ্টা বলে মনে করি। ফলে বিশ্ববিদ্যালয় থেকে যেন ব্রাত্য বসুর গ্রেফতারির FIR করা হয় সেটাও আমাদের দাবি।'

সোমবারও যখন বিশ্ববিদ্য়ালয় উত্তপ্ত তখন, অন্তর্বর্তীকালীন উপাচার্য বাড়ি থেকেই বেরোলেন না। জানালেন তিনি অসুস্থ! বিশ্ববিদ্য়ালয়ের ছাত্ররা বলছে আপনি না আসা পর্যন্ত গেট খোলা হবে না। আপনাকে জবাব দিতে হবে। কী অবস্থায় আছেন ? এবিপি আনন্দ প্রশ্নের জবাবে  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের  অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত বলেন, আপাতত আমাকে ডাক্তার বলেছেন বিশ্রামে কোনও অ্যাক্টিভিটির মধ্যে না থাকতে।  মানসিকভাবে তো একটা প্রচণ্ড চাপ পড়েই। এবং আমার ব্লাড প্রেশার প্রচণ্ডভাবে বাড়তে থাকে। মানসিকভাবে খুবই আঘাত পেয়েছি। সভার মধ্যে আমি মঞ্চে বসেছিলাম না। অ্য়াকাডেমিক সেমিনার হয়। সেই সেমিনারে আহ্বান জানিয়েছিলেন।  উপাচার্য হিসেবে শিক্ষামন্ত্রী যেখানে এসেছেন ক্য়াম্পাসে তাঁর সঙ্গে দেখা করাটা আমার প্রোটোকলের মধ্যে পড়ে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola