Job Agitation : দ্রুত নিয়োগের দাবিতে পথে '২২-র উত্তীর্ণ টেটপ্রার্থীরা
Continues below advertisement
ফের পথে চাকরিপ্রার্থীরা। দ্রুত নিয়োগের দাবিতে পথে '২২-র উত্তীর্ণ টেটপ্রার্থীরা। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল । নিয়োগের দাবিতে আন্দোলনে ২০১৪-র টেট প্রার্থীরা। ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির নীচে ধর্নার একবছর। নিয়োগের দাবিতে টানা আন্দোলনে ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরি প্রার্থীর।
Continues below advertisement