21st July: ২১ জুলাইয়ের সভা নিয়ে কড়া অবস্থান হাইকোর্টের, কী বললেন সুজন?

ABP Ananda LIVE : তৃণমূল কংগ্রেসের ভিক্টোরিয়া হাউজের সামনে ২১ জুলাইয়ের সভা নিয়ে কড়া অবস্থান হাইকোর্টের। কলকাতার পুলিশ কমিশনারকে মুচলেকা দিয়ে বলতে বলুন যে কোনও যানজট হবে না, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ২১ জুলাইয়ের আগে মামলা হয়, তারপর মামলা নিয়ে তারা ভুলে যান, কতদিন এসব চলবে?, সওয়াল রাজ্যের। ছুটি ঘোষণা করুন, মানুষ কতদিন সহ্য করবেন ? প্রশ্ন বিচারপতির। 

 

পাসপোর্ট জালিয়াতি মামলায় পাক নাগরিক আজাদ মল্লিকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ হাতে। আজাদ মল্লিকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ হাতে, দাবি ED-র। কেন্দ্রীয় এজেন্সির নজরে বাংলাদেশের ২৮টি মোবাইল নম্বর। ED সূত্রে খবর, এই নম্বরগুলিতে আজাদের একাধিকবার ফোনালাপের প্রমাণ মিলেছে। কেন্দ্রীয় এজেন্সির আশঙ্কা, ভারতে অনুপ্রবেশ করানোর জন্য বাংলাদেশে র‍্যাকেট চালাত আজাদ মল্লিক। ভারতীয় বিদেশ মন্ত্রককে এই ২৮টি মোবাইল নম্বরের তালিকা পাঠানো হয়েছে। এই নম্বরগুলি কাদের? শুধুই অনুপ্রবেশ? নাকি জঙ্গি ঢোকানোর উদ্দেশ্যও ছিল? জানতে চায় ED। ED-র দাবি, ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত আজাদ মল্লিকের SBI অ্যাকাউন্টে জমা পড়েছিল প্রায় ৬৫ লক্ষ টাকা। এই আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যও খতিয়ে দেখছে ED। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola