Income Tax Raid: ২২ ঘণ্টা পার, বাঁকুড়ার বিষ্ণুপুরে বিধায়কের পরিবারের রাইস মিলে এখনও চলছে আয়কর তল্লাশি
Continues below advertisement
২২ ঘণ্টা পার। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে বাঁকুড়ার বিষ্ণুপুরে বিধায়ক তন্ময় ঘোষের পরিবারের রাইস মিলে এখনও চলছে আয়কর তল্লাশি। প্রায় ২০ ঘণ্টা পর বিধায়ক পৌঁছন। রাইস মিলে। কথা বলেন আয়কর আধিকারিকদের সঙ্গে। গতকাল বেলা ১২টা নাগাদ বিষ্ণুপুরের চূড়ামণিপুরের এই রাইস মিলে হানা দেন আয়কর দফতরের অফিসাররা। রাতভর চলে তল্লাশি। রাইস মিলের কোনও কর্মীকে ঢুকতে বা বেরোতে দেওয়া হয়নি। বিষ্ণুপুর হাইস্কুল মোড়ে বিধায়কের লজ রয়েছে। সেখানে রয়েছে MLA অফিস, ওয়াইন শপ এবং পানশালা। গতকাল এই লজেও তল্লাশি চালায় আয়কর দফতর। বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা হয়।
Continues below advertisement