23 November Headline: ডিসেম্বরে ডেডলাইন-ধামাকা নিয়ে জল্পনার মধ্যেই ফের তৃণমূল ভাঙার হুঙ্কার মিঠুনের

Continues below advertisement

তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে এবার গুলিবিদ্ধ পুলিশ! বসিরহাটে নেতাকে বাঁচাতে গিয়ে বুলেট লাগল কনস্টেবলের পিঠে। ৪১জন গ্রেফতার। 

 

তৃণমূলের ব্লক সভাপতির অপসারণের দাবিতে বসিরহাটে বিক্ষোভ। নির্দোষদের গ্রেফতারির অভিযোগে থানায় বিক্ষোভ। পুলিশের লাঠিচার্জ। 

 

কাঁকিনাড়া, নরেন্দ্রপুর, মিনাখাঁ, কুলপির পর মানিকচক। ফের সন্ত্রাসের শিকার শৈশব। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ২ শিশু আহত। 

 

পঞ্চায়েত ভোটের আগে ফের মুর্শিদাবাদে অস্ত্রের হদিশ। সাগরদিঘি থেকে উদ্ধার প্রচুর অস্ত্র।  রামপুরহাট থেকেও অস্ত্র-সহ গ্রেফতার ২ দুষ্কৃতী।

 

ডিসেম্বরে ডেডলাইন-ধামাকা নিয়ে জল্পনার মধ্যেই ফের তৃণমূল ভাঙার হুঙ্কার মিঠুনের। জোর করে সরকার ফেলার পক্ষে নই, ধোঁয়াশা বাড়ালেন সুক

 

পঞ্চায়েত ভোটের আগে ফের রাজ্যে মিঠুন। ৫দিনে যাবেন ৫ জেলায় বৈঠক। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram