Raj Bhavan Peace Room: রাজভবনে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম | ABP Ananda Live

Continues below advertisement

Raj Bhavan Peace Room: সরাসরি রাজভবনেই (Raj Bhavan) সন্ত্রাসের অভিযোগ জানাতে পাবলিক পিস রুম (Public Peace Room) খুলেছেন রাজ্যপাল (Governor)। রাজভবনে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। একটি ফোন নম্বর দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে ই মেল অ্যাড্রেসও। ইতিমধ্য়েই শতাধিক অভিযোগ এসেছে, দাবি রাজভবন সূত্রে। রাজভবন সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরই, তা পাঠানো হচ্ছে রাজ্য় সরকার ও রাজ্য় নির্বাচন কমিশনের কাছে। খুনের আশঙ্কা করে অভিযোগ জানিয়েছেন বিজেপি সাংসদ রাজু বিস্তও। দার্জিলিঙের জেলাশাসককে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। খবর রাজভবন সূত্রে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram