Morning Headlines: রেলমন্ত্রী নিজে ষড়যন্ত্রের আশঙ্কা করেছেন, দাবি শুভেন্দুর

বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত ২৭৫। আহত ১১৭৫। সিবিআই তদন্তের সুপারিশ রেল বোর্ডের, জানালেন রেলমন্ত্রী। তোতাপাখি সিবিআই, কেন্দ্রের ব্যর্থতা ঢাকার চেষ্টা, পাল্টা তৃণমূল।


 যার গ্রেফতার হওয়ার কথা, পদত্য়াগ করার কথা, সে বলছে সিবিআই তদন্তের সুপারিশ। সবুজ পতাকা হাতে উদ্বোধন করে কৃতিত্ব নিলে মৃত্যুর দায়ও নিতে হবে। রেলমন্ত্রীকে আক্রমণ অভিষেকের।


রেলমন্ত্রী নিজে ষড়যন্ত্রের আশঙ্কা করেছেন, দাবি শুভেন্দুর। অন্তর্ঘাতের ইঙ্গিত সুকান্তর। ডাল মে কুছ কালা হ্যায়, ইস্তফা দিতে বলছি না, সত্য বলুন। আক্রমণ মমতার।


 সিগনাল বিভ্রাট, দুটি এক্সপ্রেসের সিগনালই গ্রিন ছিল, কোনও একটির ত্রুটি, দাবি রেলের। গাফিলতি, নাশকতা, নাকি কারও ভুল? উঠছে প্রশ্ন। নাশকতা হলে চিহ্ন থাকে, প্রতিক্রিয়া মমতার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola