Joynagar Choas: জয়নগরের দলুয়াখাকি গ্রামে CPM কর্মীদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার ৩ | ABP Ananda LIVE
Continues below advertisement
জয়নগরের দলুয়াখাকি গ্রামে সিপিএম কর্মী, সমর্থকদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় এক সপ্তাহ পর ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত নজরুল মণ্ডল, আকবর ঢালি ও আমানুল্লা জমাদার তৃণমূলের সক্রিয় কর্মী বলে স্থানীয় সূত্রে খবর। গত সোমবার ভোরে জয়নগরের বামনগাছিতে গুলি করে খুন করা হয় তৃণমূলের অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্করকে। অভিযোগ, তার জেরে ৫ কিলোমিটার দূরে দলুয়াখাকি গ্রামে সিপিএম কর্মী, সমর্থকদের ১৬টি বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশি পাহারায় গ্রামে ফিরলেও, এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে মাথার ওপর ছাদ হারানো পরিবারগুলো। তৃণমূল নেতা খুনে সিপিএমের এক নেতা-সহ ৩ জনকে আগেই গ্রেফতার করেছে পুলিশ।
Continues below advertisement