North Bengal Flood: গজলডোবায় তিস্তা ব্যারাজে ৩টি দেহ উদ্ধার। ABP Ananda Live

Gajoldoba Dead Body Recover: গজলডোবায় (Gajoldoba)  তিস্তা ব্যারাজে ৩টি দেহ উদ্ধার (Dead Body Recover)। অজ্ঞাত পরিচয় ২জন পুরুষ ও ১ মহিলার দেহ উদ্ধার । সিকিমের (Sikkim) সিংটামেও ৩টি দেহ উদ্ধার হয়। সিকিমের হড়পা বানে দেহগুলি ভেসে এসেছে কিনা তদন্তে পুলিশ। এখনও পর্যন্ত ২৯ জন সেনা জওয়ান নিখোঁজ। ভয়াবহ দুর্যোগে বিপর্যস্ত কালিম্পং-ও। জলের তো়ড়ে ধসে গেছে রাস্তা। তিস্তা বাজার, রাম্পু সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শিলিগুড়ি থেকে কালিম্পং এবং দার্জিলিং যাওয়ার বিকল্প রাস্তার ওপর দিয়েই বইছে জল। সমপূর্ণ বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক (National Highway)। এদিকে, তিস্তায় জলস্তর ব্য়াপক বেড়ে যাওয়ায় গজলডোবা, জলপাইগুড়ি় (Jalpaiguri) সহ তিস্তা (Tista) তীরবর্তী এলাকাগুলি লাল সতর্কতা জারি করা হয়েছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola