Jharkhand Congress MLA : ‘শুক্রবার রাতের বিমানে গুয়াহাটি যান ৩ কংগ্রেস বিধায়ক’ রহস্য আরও ঘনীভূত

Continues below advertisement

ঝাড়খণ্ডের ৩ বিধায়ককে ঘিরে রহস্য আরও ঘনীভূত । গতকাল রাতে ঝাড়খণ্ডের ৩ বিধায়কের গাড়ি থেকে উদ্ধার হয় ৪৯ লক্ষ টাকা । ‘শুক্রবার রাতের বিমানে গুয়াহাটি যান ৩ কংগ্রেস বিধায়ক’, গতকাল সকালে গুয়াহাটি থেকে ফেরেন কলকাতায়, খবর পুলিশ সূত্রের । ‘বড়বাজারে শাড়ি কিনতে এসেছেন বলে দাবি ৩ কংগ্রেস বিধায়কের’ পুলিশের জিজ্ঞাসাবাদে দাবি করেছেন ৩ বিধায়ক, খবর পুলিশ সূত্রের । শাড়ি কিনতে বড়বাজারে এসে গুয়াহাটি কেন গেলেন ৩ কংগ্রেস বিধায়ক? ৩ বিধায়কের থেকে পাওয়া ৪৯ লক্ষ টাকার উৎস কী? টাকার উৎস নিয়ে সন্দেহ পুলিশের। বিতর্কের মুখে ৩ বিধায়ককে সাসপেন্ড করেছে কংগ্রেস

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram