Child Death: অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই এবার কলকাতা মেডিক্যাল কলেজ ও বি সি রায় হাসপাতালে আরও ৩ শিশুর মৃত্যু। ABP Ananda Live

Continues below advertisement

অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই এবার কলকাতা মেডিক্যাল  (Calcutta Medical College) কলেজ ও বি সি রায় হাসপাতালে (B C Roy Hospital)  আরও ৩ শিশুর মৃত্যু হল। সামনে এসেছে আরজি করে আরও ৩ শিশুর মৃত্যুর খবর। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে ২ মাসে রাজ্যে মৃত্যু হল ১১৯ জন শিশুর। মেডিক্যালের ২ শিশুর মধ্যে একজন হাওড়ার (Howrah) উলুবেড়িয়া (Uluberia) ও অপরজন হুগলির মগরার বাসিন্দা। দু’জনেরই অ্যাডিনো পজিটিভ।এদের মধ্যে হাওড়ার শিশুকে উলুবেড়িয়া হাসপাতাল থেকে কলকাতা মেডিক্যালে ভর্তি করা হয় ২৬ ফেব্রুয়ারি। গতকাল সন্ধে ৭টা নাগাদ মৃত্যু হয়। মগরার শিশু প্রথমে ভর্তি ছিল চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। ২৭ তারিখ ওই শিশুকে কলকাতা মেডিক্যালে ভর্তি করার পর, গতকাল রাত দেড়টা নাগাদ তার মৃত্য়ু হয়। অন্যদিকে, আজ সকাল সাড়ে ৯টা নাগাদ বনগাঁর বাসিন্দা ৯ মাসের শিশুর মৃত্যু হয় বি সি রায় হাসপাতালে। ওই শিশু ইনফ্লুয়েঞ্জা A ভাইরাসে আক্রান্ত ছিল বলে পরিবারের দাবি। আরজি করে দুই শিশুর মৃত্যু হয় ৫ মার্চ। গতকাল বাগদার বাসিন্দা, ৫ মাসের আরও এক শিশুর মৃত্যু হয়। জ্বর, শ্বাসকষ্টের সমস্যা থাকায়, বনগাঁ মহকুমা হাসপাতাল থেকে ওই শিশুকে ২ ফেব্রুয়ারি, আনা হয় আরজি করে। ডেথ সার্টিফিকেটে নিউমোনিয়ার উল্লেখ রয়েছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram