TMC Leaders Summoned:তৃণমূল আরও ৩ নেতাকে নোটিস NIA-র তরফে।ABP Ananda LIVE

ফের নোটিস পাঠানো হল এনআইএ-র তরফ থেকে। তৃণমূল নেতা মানবকুমার পয়রা, সুবীর মাইতি ও নবকুমার পণ্ডাকে নোটিস পাঠানো হয়েছে বলে খবর। সোমবার, নিউ টাউনে এনআইএ-র দফতরে হাজির থাকতে বলা হয়েছে এঁদের। বলাইচরণ, মনোব্রত ছাড়াও আরও ৩ শাসক নেতার বাড়িতে তল্লাশি চলে বলে খবর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola