3 PM Headlines: পণ্ডিতিয়া রোডের আবাসনের ফের হানা ইডির, অর্পিতা-পার্থর নামেই ছিল ফ্ল্যাট, অনুমান তদন্তকারীদের

Continues below advertisement

পণ্ডিতিয়া রোডের আবাসনের ফের হানা ইডির। অর্পিতা-পার্থর নামেই ছিল ফ্ল্যাট, অনুমান তদন্তকারীদের। ফ্ল্যাটের ইস্পাতের দরজার তালা ভেঙে তল্লাশি। 

কার টাকা, কে রেখেছিল ফ্ল্যাটে? কতগুলি সম্পত্তি, কটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দু’জনের নামে? কী কাজ হত অপা ইউটিলিটি সার্ভিসেসে? জানতে মুখোমুখি বসিয়ে পার্থ-অর্পিতাকে জিজ্ঞাসাবাদ ইডির।

অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে ছিল ৪ কোটি ৩০ লক্ষের সোনা। উদ্ধার ৩ কেজির ৬টি কঙ্কন, ১১টি বালা, ৮টি সোনার বাট সহ বিপুল অলঙ্কার। আদালতে নথি জমা ইডির। 

টেট উত্তীর্ণদের বিক্ষোভে মৌলালিতে তুলকালাম। চাকরিপ্রার্থীদের আটক করল পুলিশ। সল্টলেকে এসএসসি চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযানের আগেই পাকড়াও।

৪ দিনের সফরে দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী। কাল বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা। সন্ধেয় রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।

ঝাড়খণ্ড কাণ্ডে নতুন মোড়। আগেও কলকাতার ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের থেকে ৭৫ লক্ষ টাকা নেন বিধায়করা। নির্দেশ আসত অসম থেকে, দাবি সিআইডির।

অসমের কার নির্দেশে ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কদের টাকা দিতেন মহেন্দ্র? জানতে চায় সিআইডি। ব্যবসায়ীকে ফের ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ।

হেরাল্ড মামলায় ইডির তৎপরতা নিয়ে উত্তাল সংসদ। মুলতুবি দুই কক্ষ। মোদি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ কংগ্রেসের। অভিযোগ ওড়াল বিজেপি।

স্বাধীনতা দিবসে দিল্লিতে নাশকতার ছক। নিশানায় লালকেল্লা। আইএস-এর সাহায্যে হামলা চালাতে পারে লস্কর ও জৈশ জঙ্গিরা। সতর্ক করল আইবি।

জেলা ভাগ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্ত মজুমদারের। লেডি বিন তুঘলক বলে ট্যুইট। তুঘলকি আচরণ করছে মোদি সরকার, পাল্টা তৃণমূল।

বার্মিংহামে কমনওয়েলথ গেমসে ইতিহাস। হাইজাম্পে প্রথম পদক ভারতের। ব্রোঞ্জ জিতলেন তেজস্বিন শঙ্কর। আমরা গর্বিত, শুভেচ্ছা জানিয়ে ট্যুইট ট্যুইট প্রধানমন্ত্রীর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram