Kolkata News: রেড রোডে কুচকাওয়াজে বিপত্তি, অসুস্থ ৩৯ পড়ুয়া

ABP Ananda LIVE: 'এখন সবাই ভালো আছে', কুচকাওয়াজে অসুস্থ পড়ুয়াদের দেখে প্রতিক্রিয় মুখ্যমন্ত্রীর। রেড রোডে কুচকাওয়াজে বিপত্তি, অসুস্থ ৩৯ পড়ুয়া। কুচকাওয়াজ চলাকালীন প্রবল গরমে হয়ে পড়ে অসুস্থ পড়ুয়ারা। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় পড়ুয়াদের। খবর এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। পড়ুয়াদের সঙ্গে দেখা করেন তিনি। বেরিয়ে পড়ুয়াদের বর্তমান পরিস্থিতির কথা জানান তিনি। 

 

 

নবান্ন অভিযানেপুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে ধুন্ধুমার, গ্রেফতার আরও ১। পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১। খড়দার নতুন পাড়া এলাকা থেকে গ্রেফতার নীতীশ সিংহ। ভিডিওয় ওই যুবককে এক পুলিশকর্মীকে মারধর করতে দেখা গিয়েছে, দাবি পুলিশের। আগেই নবান্ন অভিযানে পুলিশ মারধরের ঘটনায় গ্রেফতার ২ বিজেপি নেতা। গ্রেফতার মানসচন্দ্র সাহা নৈহাটি ২ নম্বর মণ্ডলের সহ সভাপতি। DC SSD বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। মারধরের অভিযোগে গ্রেফতার অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ চন্দন গুপ্ত। জগদ্দলের বাসিন্দা চন্দন গুপ্ত বিজেপির ভাটপাড়া ২ নম্বর মণ্ডলের সম্পাদক। নবান্ন অভিযানে পুলিশ মারধরের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ৩। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola