Cow Smuggling Case: গরুপাচার মামলায় এবার কাস্টমসের ৪ অফিসারকে তলব সিবিআই-র | ABP Ananda LIVE
Cow Smuggling Case: গরুপাচার মামলায় এবার কাস্টমসের ৪ অফিসারকে তলব। ৪ কাস্টমস অফিসারকে চলতি সপ্তাহেই তলব করল সিবিআই (CBI)। নিজাম প্যালেসে ৪ কাস্টমস অফিসারকে তলব করল সিবিআই। 'এনামুল-আব্দুল লতিফের (Abdul Latif) সঙ্গে যোগসাজশে ছিলেন কাস্টম অফিসাররা'। 'কাস্টমস অফিসারদের মারফত ঘুরপথে গরু কিনে বাংলাদেশে (Bangladesh) পাচার করা হত'। সিবিআই চার্জশিটে উল্লেখ। ইতিমধ্যেই একাধিক কাস্টমস অফিসারের বাড়িতে তল্লাশি করে সিবিআই।