Kolkata News: রেড রোডে ১৫ অগাস্টের কুচকাওয়াজের মহড়ায় অসুস্থ ৪ ছাত্রী, দুই পুলিশকর্মী
ABP Ananda LIVE: রেড রোডে ১৫ অগাস্টের কুচকাওয়াজের মহড়ায় অসুস্থ ৪ ছাত্রী । প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন দুই পুলিশকর্মীও । অসুস্থ চার ছাত্রীকে নিয়ে যাওয়া হল SSKM হাসপাতালে । মহড়ার কাছে থাকা অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হয় হাসপাতালে । রেড রোডে চলছিল স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া
আরও খবর...
নবান্ন অভিযানে ধুন্ধুমার, এবার বিজেপি নেতাদের বিরুদ্ধে ৭ FIR । মোট ৭টি FIR রুজু কলকাতা ও হাওড়া পুলিশের । ৭টি FIR-র মধ্যে ৫টি কলকাতা ও ২টি হাওড়া পুলিশের ।
৪ টি FIR রুজু হয়েছে নিউ মার্কেট থানায় । ১টি FIR রুজু হয়েছে হেয়ার স্ট্রিট থানায় । কোর্টের নির্দেশ অমান্য করে পার্ক স্ট্রিটের দিকে মিছিল' । পুলিশ কনস্টেবলের মাথায় গুরুতর আঘাত'
'হকার্স ইউনিয়নের অফিস ভাঙচুর'-সহ একাধিক অভিযোগে ৫টি FIR । নবান্ন অভিযান নিয়ে হাওড়া সিটি পুলিশের জোড়া FIR । একটি হাওড়া, অপরটি জগাছা থানায়
বেআইনি জমায়েত, পুলিশের নির্দেশ না মানা, সম্পত্তি ভাঙচুর-সহ একাধিক ধারায় FIR