Sealdah Train Cancel: শিয়ালদার ৫ প্ল্যাটফর্ম বন্ধ, স্টেশনে স্টেশনে তুমুল ভিড়, বাড়ছে হয়রানি | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য শিয়ালদা ডিভিশনের একাধিক শাখায় ব্যাহত রেল পরিষেবা । তার জেরে অফিস টাইমে চরম ভোগান্তি । কোথাও সংক্ষিপ্ত রুট, সেইসঙ্গে দেরিতে ঢুকছে ট্রেন । শিয়ালদা সেকশনে প্রতিদিনের ৮৯৪টির বদলে আজ চলছে ৮০৬টি ট্রেন ।৮০৬টি ট্রেনের মধ্যে ১৪৭টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে । দমদম, দমদম ক্যান্টনমেন্ট এবং বারাসাত পর্যন্ত যাতায়াত করছে ট্রেনগুলি । চারটি দূরপাল্লার ট্রেন শিয়ালদার পরিবর্তে কলকাতা স্টেশন থেকে যাতায়াত করবে । যাত্রী ভোগান্তি কমাতে, পরিবহণ দফতরের কাছে বেশি বাস চালানোর অনুরোধ জানিয়েছে রেল মধ্যরাত থেকে শিয়ালদার ৫ প্ল্যাটফর্ম বন্ধ। রবিবার দুপুর পর্যন্ত একই পরিস্থিতি। বেশ কিছু ট্রেন বাতিল, অনেক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়ায় বাড়ছে হয়রানি। স্টেশনে স্টেশনে তুমুল ভিড়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola