Money Recovered: শহরে ফের যকের ধন, বউবাজারে বান্ডিল বান্ডিল নোটের হদিশ!

Continues below advertisement

কলকাতায় (Kolkata) ফের যকের ধন, বান্ডিল বান্ডিল নোটের হদিশ (Money Recovered)! বউবাজারে গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ে উদ্ধার ৫০ লক্ষ টাকা। বড়বাজারের পর বউবাজার (Bowbazar), কয়েকদিনে প্রায় দেড় কোটির হদিশ। ৫০ লক্ষ-সহ পিকনিক গার্ডেন, সোনারপুরের ২জন গ্রেফতার। ব্যাগে করে ৫০ লক্ষ নিয়ে যাওয়ার সময় গুন্ডা দমন শাখার অভিযান। ২ হাজার, ৫০০ টাকার নোটে ৫০ লক্ষ-সহ ২জন গ্রেফতার। এত টাকা, কার কাছে, কি উদ্দেশ্যে যাচ্ছিল? তদন্তে পুলিশ। হাওয়ালার টাকা কিনা, খতিয়ে দেখছে কলকাতা পুলিশ (Police)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram