SSC Scam: 'মামলা বিচারাধীন, কী করে ৬১৮ জনের তালিকা প্রকাশ?, প্রশ্ন তুলে দাখিল অতিরিক্ত হলফনামা
'মামলা বিচারাধীন, এর মধ্যে কী করে ৬১৮ জনের তালিকা প্রকাশ?''বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। দৃষ্টি আকর্ষণ করলেন তালিকাভুক্ত ৯৫২ জনের একাংশ। অতিরিক্ত হলফনামা দাখিল করে জানানো হল অভিযোগ। আগামীকাল এই মামলার শুনানি। 'শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে আদালত''এর মধ্যেই কেন এমন পদক্ষেপ?', প্রশ্ন তুলে দাখিল অতিরিক্ত হলফনামা