7:30 Tae Saradin: একদিন পার, খড়গপুরে তৃণমূলকর্মী খুনে এখনও আততায়ীরা অধরা

Continues below advertisement

একদিন পার, খড়গপুরে তৃণমূলকর্মী খুনে এখনও আততায়ীরা অধরা। আলো নিভিয়ে পরপর ১১ রাউন্ড গুলি। রাস্তায় উদ্ধার গুলি-সহ  ম্যাগাজিন।পরপর ১১ রাউন্ড গুলি!

দত্তপুকুরে ব্যবসায়ী খুনে গ্রেফতার ১। জমি নিয়ে বিবাদেই হামলার অভিযোগ। নেপথ্য তৃণমূল, দাবি বিজেপির। কী করে জানল? পাল্টা অর্জুন। 

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় এবার তদন্তে ইডি। জেলায় অফিস খুলে কারা এজেন্ট? টাকা গিয়েছিল কোথায়? জোড়া এফআইআর করে তদন্ত। 

১৭ হাজার শিক্ষকের চাকরি তৈরি, আদালত না বললে দিতে পারি না। এসএসসি নিয়ে আসানসোলের সভায় মন্তব্য মুখ্যমন্ত্রীর।

 

বক্তৃতার সময় আসানসোলে পোস্টার দেখিয়ে বিক্ষোভ। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।

স্নাতকে কেন্দ্রীয় অনলাইনে ভর্তি নিয়ে ফের পিছু হঠল রাজ্য। আপাতত পুরনো পদ্ধতিতেই ভর্তি, উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর জানালেন শিক্ষামন্ত্রী। 

ভোট পরবর্তী হিংসার মামলায় এবার মন্ত্রী চন্দ্রনাথ সিন্হাকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram