7:30Tae Saradin: জিএসটি নম্বর নিয়ে কারচুপির অভিযোগ অর্পিতার বিরুদ্ধে

Continues below advertisement

 ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর জমি দুর্নীতি মামলায় উদ্ধব ঘনিষ্ঠ সঞ্জয় রাউতকে হেফাজতে নিল ইডি।

কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বিরোধীদের কণ্ঠরোধ, আক্রমণ শান্তনু সেনের। কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিকভাবে ব্যবহার, অভিযোগ সুজনের। লুঠ করে পালানো যাবে না, পাল্টা শমীক। 

ফ্ল্যাট থেকে ৫০ কোটি উদ্ধারের পর পার্থ-অর্পিতা সম্পর্কিত ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ৮ কোটি টাকার হদিশ। কোন উদ্দেশে কত টাকা লেনদেন ? জানতে চায় ইডি। 

ফের বিস্ফোরক শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে ধৃত পার্থ চট্টোপাধ্যায়। 

টাকা নেই বলে ঝাড়তে পারবে না। আক্রমণ শুভেন্দুর। পার্থ নয়, তৃণমূলের টাকা। অভিযোগ সুজনের। আগে সুযোগ পেলেও কেন বলেননি ? প্রশ্ন কু‍ণালের।

জিএসটি নম্বর নিয়ে কারচুপির অভিযোগ অর্পিতার বিরুদ্ধে। একটি জিএসটি নম্বরে মেলেনি ব্যবসার হদিশ। কর ফাঁকি দিতে কারচুপি ? খতিয়ে দেখছে ইডি।

অষ্টম শ্রেণির ইতিহাস বই থেকে পার্থ চট্টোপাধ্যায়ের নাম সরানোর দাবি বিজেপি নেতা অনুপম হাজরার। বিজেপিকে ভাবতে হবে না, পাল্টা শান্তনু সেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram