7:30Tae Saradin: টালিগঞ্জ-বেলঘরিয়া, গার্ডেনরিচের পর এবার মালদায় যকের ধন

টালিগঞ্জ-বেলঘরিয়া, গার্ডেনরিচের পর এবার মালদায় যকের ধন। ভিন রাজ্যের শ্রমিকের বাড়িতেও প্রায় ৩৮ লক্ষের হদিশ পেল রাজ্য এসটিএফ। 

ফেব্রুয়ারিতে গাজোলে মাছ ব্যবসায়ীর বাড়িতে প্রায় দেড় কোটির হদিশ। কালিয়াচকে বাজেয়াপ্ত ৩৮ লক্ষ সেই অভিযুক্তেরই, সন্দেহ এসটিএফের। 


সাঁইথিয়া, কেশপুরের পর এবার কৃষ্ণনগর। তৃণমূল কর্মীর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানেও বোমাবাজি! ঘর-বাইক ভাঙচুর। গ্রেফতার ৪। 

পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে এসটিএফের অভিযান, অস্ত্র পাচারের ছক বানচাল। কুসুমগ্রামে আগ্নেয়াস্ত্র-সহ ক্রেতা-বিক্রেতা-২জনই গ্রেফতার। 

পঞ্চায়েত ভোট ঘোষণার আগেই শনিবাসরীয় প্রচার। নৈহাটিতে তৃণমূলের গ্রামে চলো কর্মসূচি। রামনগরে শুভেন্দুর র‍্যালি। শিলিগুড়িতে বামেদের সভা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola