7:30tae Saradin: আবাস, মিড ডে মিলের পরে এবার ১০০ দিনেও কেন্দ্রীয় দল
Continues below advertisement
আবাস, মিড ডে মিলের পরে এবার ১০০ দিনেও কেন্দ্রীয় দল। ১০টি প্রকল্পের কাজ খতিয়ে দেখতে যাবে ১২ জেলায়। রাজ্যের সহযোগিতা চেয়ে চিঠি কেন্দ্রের।
জব কার্ডে বেলাগাম অনিয়মের অভিযোগ। স্বাধীনতার পরে সবচেয়ে বড় দুর্নীতি, দাবি শুভেন্দুর। আগে বকেয়া মেটাও, তারপরে তদন্ত, পাল্টা ফিরহাদ।
আবাস-দুর্নীতি অভিযোগ। তদন্তে গিয়ে জেলায় জেলায় বিক্ষোভের মুখে কেন্দ্রীয় দল। গলসিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ।
ভিক্ষা নয়, প্রাপ্য দিন। রাজ্য থেকে জিএসটি, আয়কর তুলছে, আবার রেডও করছে, কেন্দ্রকে নিশানা মমতার। টাকা নিলে হিসেব দিতেই হবে, পাল্টা বিজেপি।
Continues below advertisement