Coronavirus Third Wave: কোলাঘাটে ৭ শিশুর ৭ রকম করোনার উপসর্গ!

Continues below advertisement

তাহলে কি তৃতীয় ঢেউয়ের আগে চরিত্র বদলাচ্ছে করোনা ভাইরাস? 'তৃতীয় ঢেউয়ের সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা শিশুদের,' জানিয়েছেন চিকিৎসকরা।  কোলাঘাটের নার্সিংহোমে করোনা আক্রান্ত ৭ জন শিশু। ৭ শিশুর বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে। চিকিৎসকরা জানিয়েছেন, "ভর্তি করার সময় ছিল না করোনা উপসর্গ। কারও জ্বর ছিল, কারও ছিল শ্বাসকষ্ট, কারও ছিল পেটে যন্ত্রণা। ৭ জন শিশুর ৭ রকম করোনার উপসর্গ। ৭ শিশুর মা-বাবাও এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হননি।

এদিকে গতকালের তুলনায় দেশে সামান্য কমল দৈনিক সংক্রমণ। একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৪৮ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৫০ হাজার ৪০ জন। এনিয়ে দেশে মোট সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ২ লক্ষ ৭৯ হাজার ৩৩১ জন। গতকাল এই সংখ্য়াটা ছিল ৩ কোটি ২ লক্ষ ৩৩ হাজার ১৮৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯৭৯ জনের। আগের দিন ১ হাজার ২৪৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এনিয়ে দেশে মোট মৃত ৩ লক্ষ ৯৬ হাজার ৭৩০ জন। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, একদিনে ৫৮ হাজার ৫৭৮ জন সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে দেশে মোট সুস্থ ২ কোটি ৯৩ লক্ষ ৯ হাজার ৬০৭ জন। সুস্থতার হার ৯৬.৮০ শতাংশ। গতকাল পর্যন্ত দেশে সুস্থতার হার ছিল ৯৬.৭৫ শতাংশ। সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে ৫ লক্ষ ৭২ হাজার ৯৯৪। গতকাল সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল ৫ লক্ষ ৮৬ হাজার ৪০৩ জন।

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram