7 Tay Bangla: কাজের প্রতি অদম্য ভালবাসা, বাঁ হাতেই কলম তুলে নিলেন রেণু খাতুন
সরকারি চাকরি পাওয়ায়, কব্জি থেকে ডানহাত কেটে দিয়েছে স্বামী! কিন্তু কাজের প্রতি অদম্য ভালবাসা, থামাতে পারেনি, কাটোয়ার রেণু খাতুনকে। বাঁ হাতেই কলম তুলে নিয়েছেন এই নার্স। ছোট থেকেই তিনি তো চেয়েছিলেন একজন নার্স হতে। কিন্তু, একটা ঘটনা ছাড়খার করে দিয়েছে সবকিছু। অভিযোগ, যাঁকে ভালবেসে বিয়ে করেছিলেন, সেই স্বামীই এই তরুণীর ডান হাতের কব্জির ওপর থেকে কেটে নেয়। কিন্তু রেণু দমবার পাত্রী নন। বাঁ হাতেই তুলে নিয়েছেন কলম। বুঝিয়ে দিয়েছেন, হাত কাটলেও, কাড়া যাবে না তাঁর প্রাণশক্তি। এক হাতেই মানুষের সেবা করার মহত্ ব্রতর চাকরিটা করতে চান তিনি।
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ East Burdwan 7 Tay Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ