Kolkata News: চারু মার্কেটে দুষ্কৃতী হামলায় জখম সত্তরোর্ধ্ব বৃদ্ধা। ABP Ananda Live
Continues below advertisement
চারু মার্কেটে বহুতলে একাকী বৃদ্ধাকে মারধরের পর শ্বাসরোধ করে খুনের চেষ্টা, সোনার গয়না লুঠ। দুষ্কৃতী হামলায় জখম সত্তরোর্ধ্ব বৃদ্ধা। অভিযুক্তকে গ্রেফতার করেছে চারু মার্কেট থানার পুলিশ। চারু মার্কেটের কে পি রায় লেনে বহুতলের তিনতলায় একাই থাকেন মিতা সাহা। অভিযোগ, গতকাল বিকেল সাড়ে ৫টা নাগাদ বৃদ্ধার ছেলের গাড়ি চালক পরিচয় দিয়ে জল খাওয়ার অছিলায় ফ্ল্যাটে ঢোকে ওই দুষকৃতী। বৃদ্ধাকে মারধরের পর শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করে বলে অভিযোগ। প্রতিবেশী দেখে ফেলায় প্রাণ বেঁচে যান একাকী বৃদ্ধা, সোনাদানা লুঠ করে পালানোর সময় দুষকৃতীকে ধরে ফেলেন টুম্পা মান্না নামে ওই প্রতিবেশী। পরে অভিযুক্তকে গ্রেফতার করে চারু মার্কেট থানার পুলিশ।
Continues below advertisement
Tags :
Bangla News Charu Market ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel Woman Attack