Republic Day 2024: সিজিও কমপ্লেক্সে সিআইএসএফ-র ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন | ABP Ananda LIVE
CGO Complex Republic Day 2024: সিজিও কমপ্লেক্সে (CGO Complex)সিআইএসএফ-র (CISF) ৭৫তম প্রজাতন্ত্র দিবস (Republic Day) উদযাপন। রেড রোডে (Red Road)পতাকা উত্তোলন করবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কলকাতার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এই প্রথম প্যারেডে অংশ নিচ্ছেন রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের উপভোক্তারা। ধর্ম যার যার উৎসব সবার, এই বার্তা দিয়ে রাজ্য সরকারের একটি ট্যাবলোও থাকছে রেড রোডের কুচকাওয়াজে। পাশাপাশি প্রদর্শিত হবে বিভিন্ন যুদ্ধাস্ত্র। প্রজাতন্ত্র দিবসে সংবিধানরক্ষার সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'সংবিধান শুধু আইনজীবী নথি নয়, এটা জীবনের গাড়ি'। রাজভবনে অনুষ্ঠিত হল ৭৫তম প্রজাতন্ত্র দিবস। উপস্থিত ছিলেন রাজ্যপাল। শিলিগুড়িতে জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।