75th Independence Day: মুখ্যমন্ত্রীর জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, উৎসবের আমেজ রেড রোড-এ
দু’ বছর পর সাধারণ দর্শকের উপস্থিতিতে রেড রোডে উদ্যাপন করা হচ্ছে স্বাধীনতা দিবস। পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপনের পর রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুলিশ সূত্রে খবর, নিরাপত্তার কারণে রেড রোডকে ১৩টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন একজন করে ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার।
Tags :
Independence Day August 15 India Independence Day Azadi Ka Amrit Mahotsav Happy Independence Day Independence Day 2022 India Independence Day Special Happy Independence Day Images India Independence Day News India Independence Day Celebration