7tea Bangla: অর্জুন সিংহের কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে বিতর্ক

Continues below advertisement

শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে আন্দোলনে সুর চড়াচ্ছে তৃণমূল। এবার রাজ্যপালের কাছে তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধিদল। ব্রাত্য বসুর নেতৃত্বে স্মারকলিপি জমা দেন তারা। তৃণমূলের প্রতিনিধিদলে ছিলেন কুণাল ঘোষ, শশী পাঁজা, তাপস রায়, ফিরোজা বিবি, অর্জুন সিং, বিশ্বজিৎ দেব ও সায়নী ঘোষ।  বৈঠকে কেন্দ্রীয় এজেন্সিকে অপপ্রয়োগের অভিযোগের বিষয়টি তাঁরা রাজ্যপালের কাছে তুলে ধরেছেন বলে দাবি। নারদে কেন গ্রেফতার নন শুভেন্দু সেই প্রশ্নও উঠেছে বলে দাবি করেন কুণাল ঘোষ। 

উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে খুব কাছ থেকে গুলি করে জমি ব্যবসায়ীকে খুন। জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন বলে অভিযোগ পরিবারের। একই সন্দেহ পুলিশেরও। এই ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

খড়গপুরেও শ্যুটআউট। তৃণমূল সমর্থককে গুলি করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।মৃতের নাম ভেঙ্কট রাও। প্রত্যক্ষদর্শীদের দাবি, গতকাল রাত ১০টা নাগাদ রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন বছর বিয়াল্লিশের ওই তৃণমূল সমর্থক। অভিযোগ, তখনই স্কুটারে চেপে এসে ৩ দুষ্কৃতী তৃণমূল সমর্থককে লক্ষ্য করে পরপর ৫ রাউন্ড গুলি চালায়। বুকে, পিঠে, পায়ে গুলি লাগে। রেলের হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল সমর্থককে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। হামলার কারণ খতিয়ে দেখছে খড়গপুর টাউন থানার পুলিশ। 

অর্জুন সিংহের কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে বিতর্ক। বিজেপি ছাড়ার পরও কেন কেন্দ্রীয় নিরাপত্তা? কেন্দ্রের তরফেও কোনও উদ্যোগ নেই কেন? অর্জুন ও বিজেপিকে একযোগে বিঁধল বাম-কংগ্রেস। তৃণমূলের ভয়েই নিরাপত্তা ছাড়ছেন না, পাল্টা জবাব বিজেপির

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram