8 AM Show: অর্পিতাকাণ্ডের মাঝেই পাঁচলা, ঝাড়খন্ডের বিধায়কের গাড়ি থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল নোট! Bangla News

Continues below advertisement

অর্পিতাকাণ্ডের মধ্যেই হাওড়ার পাঁচলায় ঝাড়খণ্ডের গাড়ি থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল নোট! জামতাড়া-সহ ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক আটক। টাকা গুনতে আনা হল কাউন্টিং মেশিন। টাকা উদ্ধারের পর ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ককে রাতভর জিজ্ঞাসাবাদ। হাওড়া গ্রামীণ পুলিশ ও সিআইডি-র একযোগে জিজ্ঞাসাবাদ। আয়কর দফতরের তরফেও করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। টাকার উৎস নিয়ে এখনও মুখ খোলেননি ৩ কংগ্রেস বিধায়ক, দাবি পুলিশ সূত্রের। 'মক্কেলদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না,' দাবি ৩ বিধায়কের আইনজীবীর। 'প্রতিবছরই আদিবাসী উৎসবের শাড়ি কিনতে বড়বাজারে আসেন বিধায়ক। নথি রয়েছে আয়কর দফতরের, ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে।' দাবি জামতাড়ার কংগ্রেস বিধায়কের পরিবারের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram