Naktala Fire: নাকতলায় বন্ধ ফ্ল্যাটে আগুন লেগে ঝলসে মৃত্যু হল খাঁচাবন্দি ৮টি বিড়াল ও একটি কুকুরের। ABP Ananda Live
Continues below advertisement
নাকতলায় বন্ধ ফ্ল্যাটে আগুন লেগে ঝলসে মৃত্যু হল খাঁচাবন্দি ৮টি বিড়াল ও একটি কুকুরের। নিছক দুর্ঘটনা নয়, আগুন লাগানো হয়েছে- অভিযোগ ফ্ল্যাটের মালকিনের। মিথ্যে অভিযোগ বলে দাবি ফ্ল্যাটের বাকি বাসিন্দাদের। কীভাবে লাগল আগুন, খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অগ্নিকান্ড ঘটেছে তিলজলা, বনগাঁতেও।
Continues below advertisement