8AM Show: তদন্তে অসহযোগিতা অনুব্রতর, আদালতে দাবি সিবিআইয়ের। Bangla News
খারিজ হয়েছে জামিনের আবেদন। ফের সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল। তদন্তে একশো বার সহযোগিতা করছেন বলে দাবি করেছেন অনুব্রত মণ্ডল। যদিও, আদালতে তাঁর বিরুদ্ধে সম্পূর্ণ অসহযোগিতা করার অভিযোগ করেছে সিবিআই। টাকা দেওয়ার বিষয়ে সায়গল হোসেনের সঙ্গেই কথা হত। টোটাল অপারেটিং তিনিই করতেন। অনুব্রত মণ্ডলের সঙ্গে মাঝে সাজে কথা হত। বিস্ফোরক দাবি করলেন, অনুব্রতকে দেওয়া গাড়ির মালিক অরূপ ভট্টাচার্য।
Tags :
West Bengal Cow Smuggling Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital CBI ABP Ananda ABP Ananda Bengali News : Anubrata Mondal