Saltlake: ফের শহরে প্রাণঘাতী ডেঙ্গি, সল্টলেকের দত্তাবাদে মৃত্যু হল ৫২ বছরের মহিলার | ABP Ananda LIVE
ফের শহরে প্রাণঘাতী ডেঙ্গি। সল্টলেকের দত্তাবাদে ৫২ বছরের মহিলার মৃত্যু হল। ৫২ বছরের প্রতিমা মণ্ডলের বাড়ি বিধাননগর পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডে। পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন জ্বরে ভুগছিলেন। গতকাল বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে রোগিণীর মৃত্যু হয়। হাসপাতালের রিপোর্টে সিভিয়ার ডেঙ্গির উল্লেখ রয়েছে। বেসরকারি মতে, এই নিয়ে রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু হল ৪৭ জনের। সরকারি মতে, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্য়ু হয়েছে।