Birbhum: সাঁইথিয়ার ফুলুর অঞ্চলের চাঁদপুর গ্রাম থেকে মিলল ব্যাগ ও দুটি প্লাস্টিকের বালতি বোঝাই বোমা

Continues below advertisement

Birbhum: গত এক সপ্তাহ ধরে বীরভূমে প্রতিদিনই উদ্ধার হচ্ছে বোমা, বারুদ, বিস্ফোরক। এবার সাঁইথিয়ার ফুলুর অঞ্চলের চাঁদপুর গ্রাম থেকে মিলল ব্যাগ ও দুটি প্লাস্টিকের বালতি বোঝাই বোমা। ব্যাগ ও বালতি মিলিয়ে প্রায় ৬০-৭০টি বোমা রয়েছে বলে পুলিশের অনুমান। আজ সকালে স্থানীয় বাসি ন্দারাই বোমাগুলি দেখতে পান।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram