Birbhum: পঞ্চায়েত ভোটের আগে ফের বীরভূমে উদ্ধার হল ড্রামভর্তি বোমা | ABP Ananda Live
Birbhum: পঞ্চায়েত ভোটের (Panchayat election) আগে ফের বীরভূমে (Birbum) উদ্ধার হল ড্রামভর্তি বোমা (Bomb)। রামপুরহাটের (Rampurhat) বারোমেসিয়া (Baromesia) এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্লাস্টিকের ড্রামে বোমা উদ্ধার। ড্রাম থেকে ৫টি তাজা বোমা উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। বম্ব ডিসপোজাল স্কোয়াডে (Bomb Disposal squad) খবর দেওয়া হয়েছে।