Belda Fire: গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের বেলদায় জাতীয় সড়কের ওপর চলন্ত পণ্য বোঝাই কন্টেনারে বিধ্বংসী আগুন। Bangla News
গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের বেলদায় জাতীয় সড়কের ওপর চলন্ত পণ্য বোঝাই কন্টেনারে বিধ্বংসী আগুন। গুরুতর জখম কন্টেনার চালককে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত ৩টে নাগাদ লরিকে ধাক্কা মারার পর, চলন্ত কন্টেনারে আগুন ধরে যায়। কন্টেনারের ভিতরে ইলেকট্রিকের তার-সহ বৈদ্যুতিক সরঞ্জাম থাকায়, দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। একটি ইঞ্জিনের সাহায্যে ঘণ্টাতিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ ৬০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। ঘন কুয়াশার জেরেই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
Tags :
Fire Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News National Highway