Upper Primary: উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং শুরুর নির্দেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। ABP Ananda Live

Westbengal News: উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং ( upper primary counselling) শুরুর নির্দেশ বিচারপতি সৌমেন সেনের (Soumen Sen) ডিভিশন বেঞ্চের (Division Bench)। যদিও আদালতের নির্দেশ ছাড়া নিয়োগ নয়, জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চেয়ে আদালতের দ্বারস্থ এসএসসি (SSC) । চলতি বছরেই প্রায় ১৪০০০ শূন্যপদে নিয়োগ করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয় এসএসসি। ২০১৬ র নিয়োগপ্রক্রিয়া শুরু করতে চেয়ে আবেদন করে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। মেধাতালিকা প্রস্তুত, আদালত অনুমতি দিলেই নিয়োগ, আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানায় কমিশন। বেনিয়মের অভিযোগে ২০২০ সালের ১১ ডিসেম্বর উচ্চ প্রাথমিকের প্যানেল বাতিল করে নতুন প্যানেল তৈরির নির্দেশ দেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য (Justice Mousumi Bhattachriya) পরবর্তীকালে মামলা যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) বেঞ্চে । বিচারপতি  নিয়োগ প্রক্রিয়ায় কোনও স্থগিতাদেশ দেননি। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের কথা শোনার জন্য কমিশনকে নির্দেশ দেয় আদালত । এই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে । এরপর নতুন প্যানেল তৈরির জন্য গাইডলাইন বেঁধে দেয় ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ জানায় যে আদালতের নির্দেশ ছাড়া নিয়োগ শুরু করা যাবে না। এরপর কমিশন জানায় যে প্যানেল তৈরি, আদালতের অনুমোদন প্রয়োজন। বিচারপতি তালুকদারের অবসরের পর মামলা যায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে । আজ কাউন্সেলিং শুরুর নির্দেশ দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola