Dengue: রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু, এবার প্রাণ গেল এক চিকিৎসকের | ABP Ananda LIVE
Dengue Death : রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু (Dengue Death)। এবার প্রাণ গেল গড়ফার (Garfa) বাসিন্দা এক চিকিৎসকের (Ophthalmologist Dies)। চার দিন ধরে তাঁর চিকিৎসা চলছিল মিন্টো পার্কের (Minto Park) একটি বেসরকারি হাসপাতালে। মৃতের নাম দেবদ্যুতি চট্টোপাধ্য়ায়। ইন্সটিটিউট অফ অফথালমোলজির চক্ষু বিশেষজ্ঞ ছিলেন তিনি।