TMC Party Office: পূর্ব মেদিনীপুরের ভগবানপুর তৃণমূূূলের পার্টি অফিসে আগুন
Continues below advertisement
পূর্ব মেদিনীপুরের ভগবানপুর তৃণমূূূলের পার্টি অফিসে আগুন। ভস্মীভূত অফিস। তৃণমূলের অভিযোগ, গতকাল রাত ১টা নাগাদ ভগবানপুর ২ নম্বর ব্লকের এক্তারপুরে তাদের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। পঞ্চায়েত ভোটের আগে এলাকায় সন্ত্রাস কায়েম করতেই বিজেপির এই চক্রান্ত বলে অভিযোগ করেছে শাসকদল। যদিও গেরুয়া শিবিরের দাবি, পঞ্চায়েত ভোটের আগেই এলাকারা রাশ হাতে রাখা নিয়ে শাসকদলের কোন্দল শুরু হয়েছে। তার জেরেই এই ঘটনা।
Continues below advertisement
Tags :
East Midnapore Bangla News Bangla News Live TMC Bhagwanpur ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News TMC Party Office