ABP News

Dholaghat News: সুরক্ষাকে শিকেয় তুলে ঘরের মধ্যে রাখা বিপুল বাজির সম্ভার! | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: সুরক্ষাকে শিকেয় তুলে ঘরের মধ্যে রাখা বিপুল বাজির সম্ভার! দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে বিস্ফোরণকাণ্ডে ব্যবসায়ী পরিবার ও প্রশাসন, দু'পক্ষেরই চরম গাফিলতি সামনে । পুলিশ সূত্রে খবর, বাসন্তী পুজোর জন্য প্রচুর বাজির বরাত পেয়েছিল বণিক পরিবার । অর্ডারমতো সেই সব বাজি তৈরির কাজও শেষ হয়েছিল । পুলিশ সূত্রে খবর, বাড়ির চারটি ঘরের তিনটিতেই তৈরি হয়ে যাওয়া বাজি মজুত করা হয়েছিল । এমনকি তার মধ্যে প্রচুর শব্দবাজিও ছিল । বাড়ির অদূরেই রয়েছে ১০ ফুট বাই ১২ ফুটের কারখানা । জায়গা না কুলনোয়, অর্ডারের বিপুল বাজি ঘরের ভিতরে মজুত করেছিল বণিক পরিবার, খবর পুলিশসূত্রে । উঠছে নজরদারি নিয়ে প্রশ্ন, পুলিশের নাকের ডগায় এই কারবার রমরমিয়ে চলল কী করে! এলাকায় একটা বাড়ির ভিতরে অসচেতনভাবে এত বাজি মজুত হল, কেউ টের পেল না? 

আরও খবর...

ওয়াকফ সংশোধনী বিল ঘিরে সরগরম হতে চলেছে সংসদ । আজ লোকসভায় পেশ করা হবে ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ । অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে বিক্ষোভ কংগ্রেস সাংসদের । রাজ্যসভায় এই বিল পেশ করা হবে আগামীকাল ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বেলা ১২টা থেকে লোকসভায় শুরু হবে ৮ ঘণ্টার আলোচনা । সূত্রের খবর, প্রয়োজনে আলোচনা ও বিতর্কের সময়সীমা আরও বাড়ানো হবে । ওয়াকফ সংশোধনী বিল পেশের আগে স্বস্তিতে বিজেপির শরিক নির্ভর জোট সরকার TDP, JDU, শিবসেনা, লোক জনশক্তি পার্টি রামবিলাস শাখার তরফে বিলে সমর্থনের ঘোষণা করা হয়েছে । দলের সব সাংসদকে দুই কক্ষে হাজির থাকতে বলে হুইপ জারিও করেছে বিজেপি ও জোট সরকারের শরিক দলগুলি । বিলের বিরোধিতায় এককাট্টা কংগ্রেস ও তৃণমূল রণকৌশল ঠিক করতে গতকাল কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দিয়েছিল তৃণমূল । বিলকে আগেই ‘অসংবিধানিক এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপকারী’ বলে অভিযোগ করেছে একাধিক বিরোধী দল

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram