Recruitment Corruption: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশিতে উদ্ধার বিপুল পরিমাণ নথি
Continues below advertisement
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশিতে উদ্ধার বিপুল পরিমাণ নথি। ইডি অভিযানে উদ্ধার প্রায় ৩ হাজার পাতার নথি। সূত্রের খবর আর্থিক লেনদেন সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে। মিলেছে কিছু নগদ টাকা ও জমির দলিলও। সব নথি খতিয়ে টিম গঠন ইডির। বাজেয়াপ্ত ১৪টি মোবাইল ফোন, ৪টি ল্যাপটপ, একাধিক হার্ডডিস্ক। ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে মোবাইল। ফোন। গতকাল বড়বাজার, মানিকতলা, আলিপুর-সহ ১০ জায়গায় হানা ইডির ।
Continues below advertisement