Tollygunge: টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য | ABP ananda Live
Continues below advertisement
Tollygunge: টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। রিজেন্ট পার্ক থানার পুলিশ সূত্রে খবর, এক পথচারী ফোন করে জানান, সকাল ১১টা নাগাদ চলন্ত অটো থেকে সেই ব্যক্তিকে ফেলে দিয়ে যাওয়া হয়। অটোয় চালক ছাড়াও তখন এক বয়স্ক মহিলা ছিলেন। অটোর নম্বরও পথচারীই পুলিশকে দেন। এরপর পুলিশ এসে ওই ব্যক্তিকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যায়। নম্বরের সূত্রে খোঁজ মেলে ঠাকুরপুকুর-কবরডাঙা রুটের অটো চালকের। জানা গেছে, মৃত ব্যক্তির নাম ভোলা। রিজেন্ট পার্ক থানায় অটো চালক ও ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুন নাকি নেপথ্য়ে রয়েছে অন্য কারণ? খতিয়ে দেখছে পুলিশ।
Continues below advertisement