Malda News : পড়ুয়াদের দিকে পিস্তল তাক করে পণবন্দির চেষ্টা ! মালদার স্কুলে হাড় হিম করা ঘটনা
পুরাতন মালদার মুচিয়া চন্দ্র মোহন হাইস্কুলে আগ্নেয়াস্ত্র হাতে এক ব্যক্তিকে আটক করা হল। স্কুলে ক্লাসরুমের ভিতরে আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রদের আটক করে রাখে ওই ব্যক্তি। দুটি পিস্তল, দুটি ছুরি নিয়ে হামলা চালান ওই ব্যক্তি। আতঙ্কিত হয়ে পড়ে ছাত্র এবং অভিভাবকরা। পুলিশ গিয়ে আগ্নেয়াস্ত্র সহ আটক করে ওই ব্যক্তিকে। ওই ব্যক্তির দাবি, তাঁর ছেলে নিখোঁজ। ছেলেকে খুঁজে দিতে হবে বলেই তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখাচ্ছেন বলে দাবি। ওই ব্যক্তি এলাকারই বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ধৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ।