West Bengal News: বাংলার পর্বতারোহী দলের মুকুটে নতুন পালক
বাংলার পর্বতারোহী দলের মুকুটে নতুন পালক। এই প্রথমবার কাশ্মীরের ব্রহ্মা ওয়ান শৃঙ্গ জয় করলেন ভারতীয় পর্বতারোহীরা। এমনটাই দাবি করেছে সোনারপুরের আয়োজক ক্লাব। রুদ্রপ্রসাদ হালদারের নেতৃত্বে নজির গড়লেন সত্যরুপ সিদ্ধান্ত, দেবাশিস মজুমদার-সহ বাংলার ৯ জন পর্বতারোহী।
Tags :
West Bengal News Kashmir Mountaineer Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News