Ananda Sakal Seg 2: আদালতের অনুমতিতে অনুব্রত মণ্ডলের দিল্লি-যাত্রা নিশ্চিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্য়েই নতুন ট্য়ুইস্ট! Bangla News
আদালতের অনুমতিতে অনুব্রত মণ্ডলের দিল্লি-যাত্রা নিশ্চিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্য়েই নতুন ট্য়ুইস্ট! পুরনো অভিযোগের প্রেক্ষিতে হওয়া মামলায়, পুলিশ হেফাজতে গেলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। এবার ইডি কী করবে? তাদের কাছে কী রাস্তা খোলা? সূত্রের দাবি, এনিয়ে আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন গোয়েন্দারা।
Tags :
Bangla News Bangla News Live Anubrata Mandal Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Cbi Tmc ABP Ananda Bengali News Cow Smuggling Case