Khanakul: খানাখুলে পুড়ে ছাই , তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ভবনের একাংশ | ABP Anand LIVE
Continues below advertisement
Khanakul: খানাখুলে পুড়ে ছাই হয়ে গেল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ভবনের একাংশ। শুক্রবার সকালে পঞ্চায়েত অফিসের দোতলা থেকে ধোঁয়া বের হতে দেখে দমকলে খবর দেন গ্রামবাসীরা। দমকল কর্মীদের প্রায় ২ ঘণ্টার চেষ্টা নিয়ন্ত্রণে আসে আগুন। পঞ্চায়েতের বহু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গিয়েছে বলে দাবি প্রধানের। দুর্নীতির নথি পোড়াতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে তৃণমূল, বিঁধেছে বিজেপি।
Continues below advertisement